বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্ত: কমিশনে যারা আছেন

বিডিআর বিদ্রোহের নামে হত্যাকাণ্ডের পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠন করেছে সরকার। আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুসারে কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্টের ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার সাত সদস্যের কমিশন গঠন করেছে।

পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞের সঙ্গে দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার স্বরূপ উদঘাটন, দায়ের করা দুটি মামলায় অভিযুক্ত ব্যক্তি ছাড়া, ঘটনার ষড়যন্ত্রকারী, ঘটনার সহযোগী, ঘটনার আলামত ধ্বংসকারী, ঘটনা সংঘটনকারী এবং ঘটনা সংশ্লিষ্ট অপরাপর বিষয় ও অপরাধীদের চিহ্নিত করতে কমিশন কাজ করবে।

মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানকে কমিশনের সভাপতি করা হয়েছে।

সদস্য হিসেবে রয়েছেন—মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর কবির তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাইদুর রহমান, বীর প্রতীক; যুগ্ম সচিব (অবসরপ্রাপ্ত) মুন্সী আলাউদ্দিন আল আজাদ; ডিআইজি (অবসরপ্রাপ্ত) ড. এম. আকবর আলী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

Comments