তিন মাসের জন্য বাইরে ছিটকে গেলেন স্টোকস

ben stokes

নিউজিল্যান্ড সফরে বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ায় তিন মাসের জন্য ছিটকে গেছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক বেন স্টোকস। সোমবার এই তথ্য জানিয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

৩৩ বছর বয়েসী অলরাউন্ডার ইতোমধ্যে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি ও ভারত সফরে সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেছেন। এরপরে আরও বিশদভাবে খতিয়ে দেখা গেছে, চোট সারাতে জানুয়ারি মাসে স্টোকসকে যেতে হবে অস্ত্রোপচারের মধ্য দিয়ে।

গত সপ্তাহে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্ট চলাকালীন চোটে পড়েন স্টোকস। এই চোটে দ্বিতীয় ইনিংসে তিনি আর ব্যাট করতে পারেননি, ইংল্যান্ড ৪২৩ রানে। যদিও সিরিজ জয় নিশ্চিত করে ২-১ ব্যবধানে।

স্টোকসের চোট অবশ্য প্রায় নিয়মিত লেগেই আছে। চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজও চোটের কারণে খেলা হয়নি তার। পাকিস্তান সফরে প্রথম টেস্টও একই কারণে খেলতে পারেননি।

ইংল্যান্ডের পরের টেস্ট সিরিজ আগামী মে মাসে, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর তারা গ্রীষ্মে ভারতের বিপক্ষে খেলবে পাঁচ টেস্টের সিরিজ। তারপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে অ্যাশেজে।

Comments