ভারতের বিপক্ষে দুবাইতে, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থা কেটে যাওয়ায় এখন চূড়ান্ত সূচি প্রকাশের অপেক্ষা। তবে তার আগেই জানা গেল ভারত, পাকিস্তানের ম্যাচগুলোর দিন, তারিখ ও ভেন্যু। এতে বাংলাদেশের দুটি ম্যাচে তারিখ ও ভেন্যু নিশ্চিত হওয়া গেছে।
হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান ভারতের ম্যাচগুলো রাখছে সংযুক্ত আরব আমিরাতে। এই নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ মন্ত্রী ও এমিরেটস ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ানের সঙ্গে চূড়ান্ত আলোচনা করেছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।
পিসিবির মুখপাত্র আমির মীর বলেছেন, 'পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সংযুক্ত আরব আমিরাতকে নিরপেক্ষ ভেন্যু হিসাবে বেছে নিয়েছে।'
টুর্নামেন্টে দুই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান বনাম ভারত লিগ ম্যাচটি ২৩ শে ফেব্রুয়ারি, রবিবার অনুষ্ঠিত হবে। পাকিস্তান ছাড়াও, ভারতের গ্রুপে অন্য দুটি দল হল বাংলাদেশ এবং নিউজিল্যান্ড।
ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে এবং ২ মার্চ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এই সব খেলা আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই সম্ভবত অনুষ্ঠিত হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ গ্রুপ • গ্রুপ এ - পাকিস্তান, বাংলাদেশ, ভারত এবং নিউজিল্যান্ড • গ্রুপ বি - আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। ২৭ ফেব্রুয়ারি তারা রাওয়ালপিন্ডিতে তারা খেলবে বাংলাদেশের বিপক্ষে।
'গ্রুপ-বি'তে আছে বাকি চার দল আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচগুলো হবে লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে।
দুটি সেমিফাইনালের জন্য ৪ মার্চ (রিজার্ভ ডে ছাড়া) এবং ৫ মার্চ (রিজার্ভ ডে সহ) নির্ধারিত রয়েছে। ৯ মার্চ ফাইনালেও রিজার্ভ ডে রয়েছে।
ভারত যদি সেমিফাইনালে উঠে তারা খেলবে প্রথম সেমিফাইনালে, যথারীতি ম্যাচ হবে আমিরাতে। ভারত উঠতে না পারলে সেমিফাইনাল দুটিই হবে পাকিস্তানে।
ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচগুলোর তারিখ জানা গেল, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের তারিখ জানা যায়নি এখনো। তবে ম্যাচটি পাকিস্তানের কোন ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।
Comments