অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগে পঞ্চগড় আদালতে কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত

চাকরিপ্রার্থীরা বিক্ষোভ করেন। ছবি: সংগৃহীত

পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগ পরীক্ষা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে স্থগিত করা হয়েছে।

আজ শুক্রবার শহরের মকবুলার রহমান সরকারি কলেজ কেন্দ্রে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা কেন্দ্রের বিভিন্ন কক্ষের জানালার কাঁচ ভাঙচুর করেন এবং কলেজ অধ্যক্ষের চেম্বারে নিয়োগ কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

চাকরিপ্রার্থী ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের ওই আদালতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৩০টি পদের নিয়োগ পরীক্ষা শুক্র ও শনিবার কলেজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বেঞ্চ সহকারী ও মালি পদে সকাল ১০টার পরীক্ষার নির্ধারিত সময়ে আজ প্রায় এক হাজার চাকরিপ্রার্থী অংশ নিতে কেন্দ্রে আসেন। নিয়োগ পরীক্ষা শুরুর সময় পেরিয়ে গেলেও পরীক্ষার জন্য পূর্ব নির্ধারিত বেশ কয়েকটি কক্ষ বন্ধ থাকায় অনেক অংশগ্রহণকারীই আসন গ্রহণে ব্যর্থ হন। সিট-প্ল্যানের অভাবে চাকরিপ্রার্থীদের অনেকেই নিজের খেয়ালখুশি মতো আসন গ্রহণ করলেও অনেকে পরীক্ষা শুরুর ১৫ মিনিট পেরিয়ে গেলেও আসনে বসতে পারেননি। কোনো কোনো পরীক্ষার্থীকে মুঠোফোনে প্রশ্নের উত্তর খুঁজতে দেখা যায়। পরীক্ষার কক্ষে আদালতের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। এরকম পরিস্থিতিতে বেশিরভাগ চাকরিপ্রার্থী কক্ষ ত্যাগ করে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নিয়োগ কমিটির সভাপতি মেহেদী হাসান মন্ডলসহ অন্যান্য কর্মকর্তাদের অধ্যক্ষের চেম্বারে অবরুদ্ধ করে নিয়োগ পরীক্ষা এবং পরীক্ষা গ্রহণে ব্যাপক অসঙ্গতির জন্য সংশ্লিষ্ট নিয়োগ কমিটি বাতিলের দাবি জানাতে থাকেন।

পরীক্ষা দিতে আসা মৌসুমি আক্তার বলেন, কোনো সিট প্ল্যান না থাকায় যে যার মতো করে বসেছে। পরীক্ষা শুরুর পর অনেকটা সময় পেরিয়ে গেলেও কোনো কোনো কক্ষে প্রশ্নপত্র দেওয়া হলেও আমাদের দেওয়া হয়নি। অনেকক্ষণ অপেক্ষা করেও প্রশ্নপত্র না পাওয়ায় বেশিরভাগ নিয়োগ প্রার্থী বাইরে এসে বিক্ষোভ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল পরীক্ষা সংক্রান্ত অব্যবস্থাপনার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ইতোমধ্যে নিয়োগ কমিটির সদস্য সচিব সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুজ্জামানের সই করা নোটিশে পরীক্ষা স্থগিতাদেশের কথা উল্লেখ করে তা বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

এক সপ্তাহের মধ্যে নিয়োগ পরীক্ষার সময়সূচি পুনরায় প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অধ্যক্ষের কক্ষ থেকে মুক্ত হওয়ার পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসঙ্গতির জন্য ক্ষমা চান এবং চাকরিপ্রার্থীদের আবার প্রবেশপত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে শিগগির পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন।

বিষয়টি নিয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ দ্য ডেইলি স্টারকে বলেন, নিয়োগ পরীক্ষার অব্যবস্থাপনার দায় স্বীকার করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাকরিপ্রার্থীদের জানান, অতিদ্রুত পুনরায় প্রবেশপত্র সরবরাহ করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হবে।

Comments

The Daily Star  | English
Protests disrupt city life in Dhaka

Protests disrupt city life, again

Protests blocking major thoroughfares in Karwan Bazar and Shahbagh left the capital largely paralysed

1h ago