প্রথমবার অনলাইনে চায়ের নিলাম

চা, চা নিলাম, বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড়,
আজ বুধবার এই নিলাম অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রে প্রথমবার অনলাইন প্লাটফরমে চায়ের নিলাম হয়েছে। আজ বুধবার এই নিলাম অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেন, 'উত্তরাঞ্চলসহ দেশের চা সংশ্লিষ্টদের জন্য আজ একটি স্মরণীয় দিন।'

'দেশে চা নিলামের ইতিহাসে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ অনলাইন নিলাম চালুর ফলে বিশ্বের যেকোনো প্রাপ্ত থেকে এখন বায়ারা নিলামে অংশ নিতে পারবেন,' বলেন তিনি।

স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালনায় উত্তরাঞ্চলের তিন জন ব্রোকার এবং প্রায় ২৫ জন বায়ার অনলাইন নিলামে অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে নয়টায় অনলাইনে নিলাম কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ৪১৯ লটে ১ লাখ ১৩ হাজার কেজি চা নিলামে বিক্রির জন্য অফার করা হয়।

এর আগে, গত ১৪ সেপ্টেম্বর টি সেলস কো-অর্ডিনেশন কমিটির সভায় পঞ্চগড় নিলাম কেন্দ্রর জন্য চলতি মৌসুমে মোট ১২টি নিলাম অনুষ্ঠানের তারিখ ও সময় নির্ধারণ করে সিডিউল ঘোষণা করে চা বোর্ড।

আগামী ১৮ অক্টোবর দ্বিতীয় নিলাম অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Leading univs withdrawing from cluster system

Session delays, irregularities, and lack of central planning cited as reasons

10h ago