চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থার অবসান

Champions Trophy
ট্রফি ট্যুরে ঢাকায় এসেছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি: ফিরোজ আহমেদ

অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থার অবসান হয়েছে। চূড়ান্ত সমঝোতার পর আট দলের এই টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতেই অনুষ্ঠিত হবে, এমন একটি হাইব্রিড মডেল নিয়ে সম্মত হয়েছে সবাই। বিনিময়ে, ভারতে অনুষ্ঠিত আগামী আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতেই খেলা হবে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ২০২৪-২০২৭ সালের চক্রে পাকিস্তানে অনুষ্ঠিত ভারতের সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। আর এর বিনিময়ে ভারতে অনুষ্ঠিত ইভেন্টগুলোতে পাকিস্তানের  সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। এই চুক্তিটি ২০২৫ পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান), ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ (ভারত) এবং ২০২৬ পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলঙ্কা) এই তিনটি টুর্নামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এই চুক্তিটি পরবর্তী আসরের চক্রেও বহাল  থাকতে পারে। ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, যা আয়োজনের সত্ত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছে। নিরপেক্ষ ভেন্যুটি টুর্নামেন্ট আয়োজক বোর্ড প্রস্তাব করবে এবং আইসিসির অনুমোদন প্রয়োজন হবে।

আইসিসি আরও বলেছে যে, ভারত, পাকিস্তান এবং আরেকটি এশীয় পূর্ণ সদস্য দেশ (অথবা একটি এসোসিয়েট এশীয় দেশকে যোগ করে চার দলের আসর) নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে তারা আপত্তি করছে না, তবে এই ধরনের টুর্নামেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলেই হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ পাকিস্তান হোস্ট করতে না পারার ক্ষতিপূরণ হিসেবে এই ধরনের ত্রি-দেশীয় সিরিজের ধারণা উঠে এসেছে।

অচলাবস্থার নিরসন হওয়ায় এখনো যেকোনো সময় চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করা হতে পারে।

Comments

The Daily Star  | English

No place for Islamic extremism in Bangladesh

Islamic extremism will never find a place in Bangladesh again, said Chief Adviser Muhammad Yunus recently.

19m ago