'মেকশিফট রাইটব্যাক' কুন্ডে গড়ে ফেললেন বিশ্বরেকর্ড

চলতি বছর রাইটব্যাক পজিশনে প্রতিষ্ঠিত কোনো খেলোয়াড় দলে টানতে পারেনি বার্সেলোনা। তাই রাইটব্যাক হিসেবে জুলস কুন্ডেকে খেলান কোচ হ্যান্সি ফ্লিক, যিনি মূলত একজন সেন্টার ব্যাক। মজার ব্যাপার আউটফিল্ড প্লেয়ারদের মধ্যে এই মেকশিফট রাইটব্যাকই চলতি সবচেয়ে বেশি সময় থেকেছেন মাঠে। যা রীতিমতো বিশ্বরেকর্ড।

সিআইইএস ফুটবল অবজারভেটরি চলতি সপ্তাহে বিশ্বের ৬৬টি লিগের খেলোয়াড়দের নিয়ে একটি তালিকা তৈরি করে। যেখানে কোনো খেলোয়াড় ক্লাব এবং জাতীয় দলের (এ দল, অনূর্ধ্ব-২৩ বা অনূর্ধ্ব-২১) হয়ে ২০২৪ সালে সবচেয়ে বেশি মাঠে থাকা খেলোয়াড়দের একটি জরীপ প্রকাশ করে। চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত, কুন্ডে নিখুঁতভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত আউটফিল্ড প্লেয়ার।

এ বছর এখন পর্যন্ত ৬৯টি ম্যাচে ৫ হাজার ৮৭২ মিনিট খেলেছেন কুন্ডে। এখনও ক্লাবের হয়ে একটি ম্যাচ বাকি রয়েছে তার। আগামী সপ্তাহে লা লিগার ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সা। অস্বাভাবিক কিছু না হলে সেই ম্যাচেও মাঠে থাকবেন এই ফরাসি ডিফেন্ডার।

কুন্ডের পর এ বছর সবচেয়ে বেশি খেলেছেন ব্রাজিলিয়ান লিগের দল ফ্লুমিনেন্সের কলম্বিয়ান ফুটবলার জন আরিয়াস। তিনি ৬৭ ম্যাচে খেলেছেন মোট ৫ হাজার ৫৯৯ মিনিট। এ বছর আর কোনো ম্যাচ নেই তার। এরপরই আছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফেদে ভালভার্দে। যিনি খেলেছেন ৫ হাজার ৫৭৩ মিনিট। যদিও এ বছর আরও দুটি ম্যাচ রয়েছে তার। কিন্তু সেই দুটি ম্যাচ সম্পূর্ণ খেললেও কুন্ডেকে ছাড়িয়ে যেতে পারবেন না তিনি।

এ তিন খেলোয়াড়ের পর রয়েছেন তিন জন ত্রিশার্ধ্ব খেলোয়াড় -ডাচম্যান ভার্জিল ভ্যান ডাইক (৫,৫২৩ মিনিট), আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দি (৫,৪৪৯ মিনিট) এবং সুইজারল্যান্ডের গ্রানিত ঝাকা (৫,৪৪৭ মিনিট)। রিডিং এফসির নিউজিল্যান্ডের ফুটবলার টাইলার বিন্ডনই ২০ বছরের কম বয়সী একমাত্র ফুটবলার, যিনি শীর্ষ ১০০-এর মধ্যে রয়েছেন।

Comments

The Daily Star  | English

Postgrad doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

1h ago