টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগ জামাতের যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ বুধবার সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে রাত ৩টার দিকে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হন। এ ঘটনা আহত হন অন্তত ২৬ জন।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাচ্চু মিয়া (৭০) এবং ও ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, তাদের মধ্যে একজন টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং অপর জন ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
Comments