আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমার মাঠে মুসুল্লিদের ঢল
দেশ-জাতি তথা বিশ্বমানবের মুক্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
আজ রোববার ভোর ৪ টা থেকে সারাদেশের মুসুল্লিদের ইজতেমা মাঠে জমায়েত হতে দেখা গেছে।
শূরায়ে নেজামীর শীর্ষ মুরুব্বি মাওলানা কেফায়েত উল্লাহ বলেন, 'আজ রোববার সকাল ৯টায় আখেরি মোনাজাত শুরু হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।'
সবাইকে মোনাজাতে অংশগ্রহণ করার অনুরোধ করেন তিনি।
তিনি আরো বলেন, 'এবার মাদরাসায় পরীক্ষা থাকায় সারাদেশের শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে ইজতেমায় উপস্থিত হতে পারেননি।'
আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ।
আখেরি মোনাজাত উপলক্ষে আজ ভোর থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নামে। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এই পুরো পথ হেঁটেই মুসল্লিদের আখেরি মোনাজাতে অংশ নিতে আসতে দেখা গেছে।
ইজতেমার মেডিক্যাল ক্যাম্প ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, 'এবার ২২টি চিকিৎসা কেন্দ্রে সেবা দেওয়া হচ্ছে।'
সড়কে যান চলাচল বন্ধ
জিএমপি জানায়, শনিবার মধ্যরাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ ছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে।
এসময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে জিএমপি। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।
চার মুসল্লির মৃত্যু
টঙ্গীর বিশ্ব ইজতেমায় ইতোমধ্যে চার মুসল্লির মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন রমিজ আলী (৬০), ইয়াকুত আলী (৬০), আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও ছাবেত আলী (৬৫)।
ইজতেমায় বিয়ে
এ পর্যন্ত ইজতেমা প্রঙ্গনে ৬৩ জোড়া নর-নারীকে বিয়ের পিড়িতে বসিয়ে বিয়ে পড়ানো হয়েছে।
বিয়ে পড়িয়েছেন মাওলানা জোহাইরুল হাসান।
Comments