যুবদল নেতা হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৪ দিনের রিমান্ডে
ঢাকার পল্টনে যুবদল নেতা শামীম মিয়ার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলায়মান মোহাম্মদ সেলিমকে চার দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত।
পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম মো. শরিফুর রহমান এই আদেশ দেন।
এর আগে এই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানো হয়।
রিমান্ড আবেদনে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী কামরুল ইসলাম এবং সোলায়মান ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে উল্লেখ করে হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে বের করতে তাদের রিমান্ডে নেওয়া দরকার বলে জানান তদন্ত কর্মকর্তা।
নিজেকে নির্দোষ দাবি করে কামরুল ইসলাম আদালতকে বলেন, ২০১৭ সাল থেকে তিনি লিভার ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছেন। সম্প্রতি তার লিভার অপসারণ করা হয়েছে।
শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামিপক্ষের আবেদন নামঞ্জুর করে হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় সমাবেশ করে এবং আওয়ামী লীগও একই এলাকায় পাল্টা সমাবেশের আয়োজন করে।
অভিযোগে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আওয়ামী লীগ সদস্যরা নয়াপল্টনে বিএনপির সমাবেশে হামলা চালালে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।
১৪ সেপ্টেম্বর যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্বাস আলী বাদী হয়ে শামীম হত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাসহ ৭০৪ জনের নাম উল্লেখ করে এবং প্রায় ১২ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে পল্টন মডেল থানায় মামলা করেন।
Comments