কঠিন উইকেটে শামীমের ব্যাটে লড়াইয়ের পুঁজি
উইকেটে শুরু থেকেই স্পিনারদের বল টার্ন করতে দেখা গেল, বল গ্রিপ করায় দ্রুত রান আনা হলো কঠিন। এমন বোলিং সহায়ক উইকেটে শুরুর দিকের ব্যাটাররা হন ব্যর্থ, শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারি বাংলাদেশকে এনে দেন লড়াইয়ের পুঁজি।
বুধবার সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ করেছে ১২৯ রান। দলের হয়ে ১৭ বলে সর্বোচ্চ ৩৫ রান করেছেন শামীম। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৫ ও জাকের আলি অনিক করেন ২১ রান।
ছন্দ পেতে এদিন নিজেকে ওপেনিংয়ে আনেন লিটন দাস। তাও লাভ হয়নি, আকিল হোসেনের টার্ন করা বলে ফ্লাইট মিস করে স্টাম্পিং হয়ে ফেরেন ২ রান করা বাংলাদেশ অধিনায়ক। প্রথমবার তিনে ব্যাট করতে নেমে ব্যর্থ তানজিদ হাসান। ৪ বলে ২ রান করে তিনি বোল্ড রোস্টন চেজের।
সৌম্য সরকার উইকেটের আচরণ বুঝে টিকে থেকে রান আনার চিন্তায় ছিলেন। আফিফ হোসেনের বদলে আরেক পাশে নামা মেহেদী হাসান মিরাজ দুবার জীবন পেলেও রান বাড়াতে পারছিলেন বাকিদের থেকে বেশি। এই দুজনের জুটিতে ৩১ আসার পর রান আউটে বিদায় নেন ১৮ বলে ১১ করা সৌম্য । আলজারি জোসেফের বলে পুল করে ক্যাচ দেন ২৫ বলে ২৬ করা মিরাজ।
রিশাদ হোসেনকে আগে নামিয়ে লাভ হয়নি, রান পাননি শেখ মেহেদী হাসানও। তবে গোটা সিরিজে ঝলক দেখানো জাকের আলি অনিক এদিনও থিতু হয়েছিলেন। যদিও স্লগ ওভারে দ্রুত রান আনার তাড়া মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ২০ বলে ২১ করা ব্যাটার।
এরপর শেষ দিকে দলের রান বাড়ানোর কারিগর শামীম। বাঁহাতি এই ব্যাটার আগের দিনের মতন এদিনও খুব বেশি বল খেলার সুযোগ পাননি, তবে মিটিয়েছেন দলের চাহিদা।
Comments