দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস: কে কি জিতলেন
কাতারের দোহায় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হলো ২০২৪ সালের 'দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস'। ২০২৩ সালের ২১ অগাস্ট থেকে ২০২৪ সালের ১০ অগাস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় মিলল সেরার স্বীকৃতি।
বর্ষসেরা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী খেলোয়াড়ের সম্মাননা উঠেছে বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ, নির্বাচিত সংবাদমাধ্যমের প্রতিনিধি ও দর্শকদের ভোটে বর্ষসেরা নির্বাচন করা হয়। ভোটার সংখ্যা যাই হোক না কেন চারটি গ্রুপ থেকেই ২৫ শতাংশ হারে ভোট গণনা করা হয়।
আটটি বর্ষসেরা পুরস্কারের পাশাপাশি দেওয়া হয়েছে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড ও ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।
কে কোন পুরস্কার জিতলেন:
বর্ষসেরা পুরুষ: ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)
বর্ষসেরা নারী: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
বর্ষসেরা নারী কোচ: এমা হেইস (যুক্তরাষ্ট্র)
বর্ষসেরা পুরুষ গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)
বর্ষসেরা নারী গোলরক্ষক: অ্যালিসা নেয়ার (শিকাগো রেড স্টার্স, যুক্তরাষ্ট্র)
পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষদের বর্ষসেরা গোল): আলেহান্দ্রো গারনাচো (ম্যানচেস্টার ইউনাইটেড)
মার্তা অ্যাওয়ার্ড (নারীদের বর্ষসেরা গোল): মার্তা (ব্রাজিল)
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: থিয়াগো মাইয়া (ইন্টারনাসিওনাল, ব্রাজিল)
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: গিলের্মে গানদ্রা মউরা (ব্রাজিল)।
Comments