'ভিনিসিয়ুসের আচরণ খেলাধুলার জন্য ভালো নয়'

খেলার মাঠে ভিনিসিয়ুস জুনিয়রের আচরণ নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। মাঠে তার আগ্রাসী মনোভাবের জন্য রোষানলে পড়াও নতুন কিছু নয়। এবার তার ব্যবহার নিয়ে কথা বলেছেন স্পেনের সাবেক রেফার আন্তনিও মাতেও লাহোজ। মাঠে এই ব্রাজিলিয়ানের পরিস্থিতি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি।

গত শনিবার রাতে রায়া ভায়াকানোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে ফের বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন ভিনিসিয়ুস। রেফারির দেওয়া একটি সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে রীতিমতো তেড়ে যান। এবং আঙুল তুলে কিছু বলেন। যে কারণে তাকে হলুদ কার্ড দেখান মাঠের রেফারি।

সম্প্রতি মুভিস্টারের 'এল দিয়া দেসপুয়েস' প্রোগ্রামে সাবেক রেফারি লাহোজের সঙ্গে আলোচনায় উঠে আসে বিষয়টি। সেখানে গত বছরই অবসরে যাওয়া এই রেফারি জোর দিয়ে বলেন, 'মাঠে ভিনিসিয়ুসের পরিস্থিতি দেখা দরকার। এটা খেলাধুলার জন্য ভালো নয়।'

মূলত একটি পেনাল্টির আবেদন নাকচ করে ফ্রিকিক দেওয়ায় ক্ষেপে যান ভিনিসিয়ুস। ডি-বক্সের ঠিক বাইরে তাকে ফাউল করেন ভায়াকানোর ফ্লোরিয়ান লেজেয়ুন। ভিনিসিয়ুসের দাবি তাকে ফাউল করা হয় ডি-বক্সের মধ্যে। তবে বিস্মকরভাবে বিষয়টি ভিএআরে যাচাই করা হয়নি।

ভিএআর ব্যবহার না করার বিষয়টি বুঝতে পারছেন না লাহোজও, 'আমাদের কাছে একটি অবিশ্বাস্য হাতিয়ার রয়েছে, যা হচ্ছে ভিএআর। যা ঘটেছে তা মানুষের চোখের পক্ষে দেখা অসম্ভব। তবে এই ধরণের ম্যাচে এটি অবিশ্বাস্য এবং বোঝা খুব কঠিন যে এর ব্যবহার করা হয়নি।'

একই সঙ্গে ভায়াকানোর লেজেউনকেও হলুদ কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করেন তিনি, 'রেফারিকেও এটির দিকে নজর দিতে হবে। লেজিয়ুন একটি কৌশলগত ফাউল করেছিলেন যা এডভান্টেজ রুলে তা সফল হয়নি, তাই ভিনিসিয়ুসকে সেভাবে প্রতিক্রিয়া জানানোর আগে তাকেও সতর্ক করা উচিত ছিল যখন তিনি দেখেন যে সে সঠিক ছিল না'

তবে সেই আক্রমণাত্মক আচরণে ক্ষতি হয়েছে ভিনিসিয়ুসের। এ নিয়ে এ নিয়ে লা লিগায় পাঁচটি হলুদ কার্ড দেখলেন এই ব্রাজিলিয়ান। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন এই ফরোয়ার্ড। অর্থাৎ আগামী রোববার ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে তাকে পাচ্ছে না রিয়াল।

Comments

The Daily Star  | English
caretaker government proposal Bangladesh

Restoration of caretaker system to be proposed

The restoration of the caretaker government and the introduction of a bicameral system in parliament will be among the recommendations to be proposed by the Constitution Reform Commission.

7h ago