সংস্কারের জন্য সময় লাগলে নির্বাচনের জন্য ধৈর্য ধরবে জামায়াত

Jamaat e Islam logo
ছবি: সংগৃহীত

আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান উপদেষ্টার প্রস্তাবিত টাইমলাইনকে 'কিছুটা বিলম্ব' বলে মন্তব্য করে সংস্কার কাজে এই সময় ব্যয় হলে ধৈর্য ধরবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।

আজ সোমবার প্রধান উপদেষ্টার ভাষণের পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, 'যদিও তার (ড. ইউনূসের) টাইমলাইন অনুযায়ী কিছুটা বিলম্ব হবে, যদি এই সময়টিকে অর্থবহ সংস্কারের জন্য ব্যবহার করা হয় তবে আমরা ধৈর্য ধরে থাকব।'

তিনি বলেন, 'দুই এক মাস আগে পরে হওয়ার চেয়ে নির্বাচনটা নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, অবাধ ও সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশীদারমূলক হবে- এটা আমাদের চাওয়া। তাতে আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা এতটুকু ধৈর্য ধরব।'

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন অনুষ্ঠানে যে কমিটমেন্ট রয়েছে জাতির প্রতি তাতে তাকে আমরা সহযোগিতা করতে রাজি আছি।

Comments

The Daily Star  | English

Firefighter dies after being hit by truck while battling Secretariat fire

Another firefighter sustained injuries in his leg while working to extinguish the fire

4h ago