রামুতে হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের রামু উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে স্থানীয় কৃষক আব্দুল হক (৪৫) মারা গেছেন।

আজ শনিবার সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের ঢালারমুখ গ্রামে এই ঘটনা ঘটে।

হক ওই গ্রামের সমাজ কমিটির সভাপতি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সকালে বাড়ি থেকে ধান খেতে যাওয়ার সময় সোনাইছড়ি এলাকায় ওই কৃষককে বন্য হাতি আক্রমণ করে। হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাতির পাল বনের ভেতরে চলে গেলে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন।'

'মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে,' বলেন ইমন।

Comments

The Daily Star  | English

No place for Islamic extremism in Bangladesh: Yunus

Islamic extremism will never find a place in Bangladesh again, said Chief Adviser Muhammad Yunus recently

56m ago