মৌলভীবাজার

হাতির আক্রমণে প্রাণ গেল মাহুতের

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাতির আক্রমণে মাহুতের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার সাগরনাল ইউনিয়নের বাঁশমহাল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত গোলাম মোস্তফা (৪৫) জয়পুরহাটের বাসিন্দা ছিলেন।

জুড়ী থানার পরিদর্শক হুমায়ুন কবীর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, মাহুতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এর আগে চলতি বছরের ৭ মে উপজেলার ফুলতলা চুঙ্গাবাড়ী এলাকায় হাতির আক্রমণে মাহুতের মৃত্যু হয়েছিল। ওই হাতিটির মালিক ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক।

জানা যায়, কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিকের মালিকানাধীন কয়েকটি হাতি আছে।

এর মধ্যে একটি হাতি এক মাস ধরে পাহাড়ে অবস্থান করছিল। আজ সোমবার বিকেলে মাহুত গোলাম মোস্তফাসহ আরও কয়েকজন হাতিটিকে আনতে সাগরনাল বিটের বাঁশমহালের ভেতরে প্রবেশ করেন। 

এ সময় হাতিটি গোলাম মোস্তফাকে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।

সাগরনাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রদীপ যাদব দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাতিটি পাহাড়ের ভেতর থেকে লোকালয়ে এসে অনেক কৃষকের ফসলাদি নষ্ট করেছে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনে হাতির মালিককে অবগত করি।'

হাতির মালিক এম এ রহমান আতিক বলেন, 'গোলাম মোস্তফা ৮-১০ বছর ধরে আমার হাতির মাহুত (পরিচালক) হিসেবে কাজ করছেন। সোমবার তিনি ৬ জন মাহুতসহ হাতি আনতে গিয়ে হাতির আক্রমণে মারা যান।'

পুলিশ পরিদর্শক হুমায়ুন কবীর ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গেছি। নিহতের পরিবার থানায় অভিযোগ দিলে হাতির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

জানতে চাইলে জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি জেনেছি। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গেছে।'

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

9h ago