কিশোরগঞ্জে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, অষ্টগ্রাম উপজেলার কাগজি গ্রামের হিরু মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় গ্রামের চারু মিয়ার ছেলে শাহজাহান মিয়া (৪০)।

স্থানীয় দেওঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহিউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাসির ও শাহজাহান পার্শ্ববর্তী মনোহরপুর থেকে নৌকাযোগে একটি মহিষ নিয়ে এসেছে, এমন খবর পেয়ে স্থানীয় জনতা দেওঘর এলাকার লুডডা নদীর পাড় থেকে তাদের ধরে এনে দেওঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেঁধে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে হাজারো জনতা সেখানে গিয়ে তাদের পিটিয়ে মেরে ফেলে।'

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ডেইলি স্টারকে বলেন, 'নিহত দুজনের বিরুদ্ধে নাসিরনগর থানায় চুরি ও ডাকাতির একাধিক মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মহিষটি উদ্ধার করা হয়েছে, তবে নৌকাটি চিহ্নিত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে।'

এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল আমিন হোসাইন ডেইলি স্টারকে বলেন, 'এভাবে চোর সন্দেহে জনতা কাউকে পিটিয়ে মারতে পারে না। আইনের সহায়তা পাওয়ার অধিকার সবারই আছে। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Polythene ban: A litmus test for will and eco-innovation

Although Bangladesh became the first country in the world to announce a complete ban on the use of polythene bags in 2002, strict enforcement of the much-lauded initiative has only started taking shape recently.

15h ago