হেলাল হাফিজ আর নেই

'যে জলে আগুন জ্বলে'র কবি হেলাল হাফিজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

আজ শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে, শাহবাগের একটি আবাসিক হোস্টেল থেকে তাকে অচেতন অবস্থায় বিএসএমএমইউতে আনা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা খবর পেয়েছি, কবি সুপার হোস্টেলের বাথরুমে পড়ে গিয়ে মারা গেছেন।'

'এ খবর পেয়ে দুপুর ২টার দিকে সুপার হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ', যোগ করেন তিনি।

১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ 'যে জলে আগুন জ্বলে' দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ।

২০১২ সালে 'যে জলে আগুন জ্বলে' কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'কবিতা একাত্তর' প্রকাশিত হয়। 

সর্বশেষ ২০১৯ সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই 'বেদনাকে বলেছি কেঁদো না'।
 

Comments