ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যাওয়ার্ড পেলেন যারা
বাংলাদেশের বিনোদন জগতকে আরও বিকশিত এবং ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের শিল্পী, কনটেন্ট ও কনটেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে দ্য ডেইলি স্টার ও ইস্পাহানি টি লিমিটেড তৃতীয়বারের মতো যৌথভাবে আয়োজন করেছে 'ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩'।
গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এবার পপুলার, ক্রিটিকস, মিউজিক ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কনটেন্ট—এই চার বিভাগে ৩০টি ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে।
পপুলার বিভাগে শ্রেষ্ঠ অভিনেতা-পুরুষ মোশাররফ করিম (মহানগর ২-হইচই), শ্রেষ্ঠ অভিনেতা-নারী যৌথভাবে আজমেরী হক বাঁধন (গুটি-চরকি) ও তাসনিয়া ফারিণ (নিকষ-দীপ্ত প্লে), শ্রেষ্ঠ অভিনেতা-নেগেটিভ চরিত্র আফরান নিশো (সাড়ে ষোল-হইচই), শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা-পুরুষ দিব্য জ্যোতি (মহানগর ২-হইচই), সেরা পার্শ্ব অভিনেতা-নারী তানজিকা আমিন (মহানগর ২-হইচই)।
পপুলার বিভাগে শ্রেষ্ঠ পরিচালক-সিরিজ আশফাক নিপুণ (মহানগর ২-হইচই), শ্রেষ্ঠ পরিচালক-ফিল্ম রায়হান রাফী (ফ্রাইডে-বিঞ্জ), সেরা ফিল্ম বাবা সামওয়ান'স ফলোয়িং (বিঞ্জ), সেরা নাটক/সিরিজ মহানগর ২ (হইচই)।
ক্রিটিকস বিভাগে শ্রেষ্ঠ চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলাম (মহানগর-হইচই), শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট আতিয়া রহমান (মাইসেলফ অ্যালেন স্বপন-চরকি), শ্রেষ্ঠ সম্পাদনা লিওন রোজারিও (মাইসেলফ অ্যালেন স্বপন-চরকি), শ্রেষ্ঠ চিত্রনাট্য শিহাব শাহীন ও রবিউল ইসলাম রবি (মাইসেলফ অ্যালেন স্বপন-চরকি), শ্রেষ্ঠ অভিনেতা-পুরুষ নাসির উদ্দীন খান (মাইসেলফ অ্যালেন স্বপন-চরকি), শ্রেষ্ঠ অভিনেতা-নারী নাজিয়া হক অর্ষা (জাহান-চরকি)।
এ বিভাগে শ্রেষ্ঠ পরিচালক ফিল্ম/ড্রামা/সিরিজ মিজানুর রহমান আরিয়ান (উনিশ২০-চরকি), সেরা ফিল্ম/ড্রামা/সিরিজ উনিশ২০ (চরকি), সেরা কস্টিউম বিজয়া রত্নাবলী (গুটি-চরকি), সেরা শিল্প নির্দেশক নাইমা জামান (মাইসেলফ অ্যালেন স্বপন-চরকি), সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক খৈয়াম সানু সন্ধি (ভাইরাস-বিঞ্জ), সেরা সাউন্ড ডিজাইন রাজেশ সাহা (গুটি-চরকি)।
মিউজিক বিভাগে শ্রেষ্ঠ শিল্পী মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি (পাখি পাখি মন-উনিশ২০), শ্রেষ্ঠ সুরকার সাজিদ সরকার (পাখি পাখি মন-উনিশ২০), শ্রেষ্ঠ গীতিকার ইন্দ্রনীল চট্টোপাধ্যয় (আগুনের পাখি, বুকের মধ্যে আগুন-হইচই)।
ইন্ডিভিজুয়াল বিভাগে শ্রেষ্ঠ কনটেন্ট ক্রিয়েটর (শিক্ষা/সুস্থতা) নাফিস সেলিম (হানি নাটস এত জনপ্রিয় হলো কীভাবে?), শ্রেষ্ঠ কনটেন্ট ক্রিয়েটর (পডকাস্ট) জন কবির (আই স্টার্টেড অ্যা পডকাস্ট সিজন ৪), শ্রেষ্ঠ কনটেন্ট ক্রিয়েটর (ভ্রমণ) শুভাশিস ভৌমিক-বাপ কা বেটা (বাবাকে নিয়ে ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে), শ্রেষ্ঠ কনটেন্ট ক্রিয়েটর (ফুড অ্যান্ড রেসিপি) পেটুক কাপল (ঢাকায় আদিবাসীদের রেস্টুরেন্টে তাদের রান্নার প্রণালী), শ্রেষ্ঠ কনটেন্ট নির্মাতা (বিনোদন/কমেডি) আরএনএআর (WASTE OF 'MASUD RANA')।
এবারের আয়োজনের অফিসিয়াল পার্টনার ছিল ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এর মাধ্যমে এ আয়োজন পৌঁছে যাচ্ছে সবখানে এবং এর সঙ্গে যুক্ত হচ্ছেন দর্শক, যা শিল্পী ও নির্মাতাদের আরও সৃজনশীল ও প্রয়োজনীয় কনটেন্ট তৈরি করতে উৎসাহ দেবে।
'ব্লেন্ডার্স চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট অ্যাওয়ার্ডস' আমাদের বিনোদন শিল্পে অনুপ্রেরণার আলোকশিখা হিসেবে কাজ করে যাচ্ছে।
আগের বছরগুলোর সাফল্যের মতো এ বছরের আয়োজনও বাংলাদেশের ডিজিটাল অঙ্গনে বিভিন্ন ধরনের কনটেন্ট উপস্থাপনের পদ্ধতি আরও উন্নত ও উৎসাহিত করবে বলে মনে করেন আয়োজকর।
ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ওমর হান্নান এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম অনুষ্ঠানে বক্তব্য দেন। তারা বিজয়ীদের অভিনন্দন জানান এবং সামনের দিনগুলোতে এ শিল্পের প্রসারের আশাবাদ ব্যক্ত করেন।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন- ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি, আলী ইস্পাহানি ও মির্জা আহমেদ ইস্পাহানি।
এবারের আয়োজনের প্রথমার্ধ সঞ্চালনা করেন রাফসান শাবাব ও আজরা মাহমুদ। শেষাংশের সঞ্চালনায় ছিলেন নাজিবা বাশার ও এফ এস নাঈম। আয়োজনের রেড কার্পেটে হাস্যোজ্জ্বল মুখে সবাইকে অভ্যর্থনা জানান সারা আলম ও সৌম্য জ্যোতি।
একক নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা তমা মির্জা, শাহনাজ সুমি ও মুমতাহিনা টয়া। দর্শকদের গান গেয়ে শোনান এলিটা করিম ও তাসফিয়া ফাতিমা তাশফি। পাশাপাশি ছিলেন প্রীতম ও তার ব্যান্ড।
Comments