৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ শুক্রবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, মধ্যরাত থেকে বন্ধ ছিল এই নৌপথের ফেরি চলাচল। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এতে দুর্ভোগ পড়তে হয় পারাপারের অপেক্ষায় থাকা বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহনের যাত্রীদের।
Comments