হেরেও 'সন্তুষ্ট' গার্দিওলা

ব্যর্থতার বৃত্ত ভাঙতেই পারছেন না পেপ গার্দিওলা। আবারও হেরেছে তার দল ম্যানচেস্টার সিটি। এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্তাসের কাছে হারে দলটি। তবে হারলেও শিষ্যদের নিবেদন দেখে খুশি হয়েছেন এই কোচ। ম্যাচ শেষে তাই সন্তুষ্টির কথাই জানালেন এই স্প্যানিশ।

বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় জুভেন্তাসের কাছে ০-২ ব্যবধানে হেরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। দুসান ভ্লাহোভিচের লক্ষ্যভেদে এগিয়ে যাওয়ার পর জুভেন্তাস ব্যবধান দ্বিগুণ করে ওয়েস্টন ম্যাককিনির কল্যাণে।

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে এটা তাদের সপ্তম পরাজয়। শেষ ছয় ম্যাচে জয় মাত্র একটি। প্রতিপক্ষ জুভেন্তাসের অবস্থাও সন্তোষজনক নয়। সিরিআয় তারা আছে ষষ্ঠ স্থানে। আর চ্যাম্পিয়ন্স লিগের এই জয়ে টেবিলের ১৪তম স্থানে থাকা দলটি হারলে থাকতে হতো সিটির অবস্থানে। অর্থাৎ ২২ নম্বরে।

কিন্তু সেই দলটির বিপক্ষে হারলেও শিষ্যদের প্রচেষ্টার প্রশংসা করলেন কোচ, 'আমরা ভালো খেলেছি, সত্যিই ভালো খেলেছি। তবে শেষ পাসটি আমরা ঠিকঠাক দিতে পারিনি। শেষ কাজটা আমরা করতে পারিনি। তবে ছেলেদের নিয়ে আমি গর্বিত। ওরা সবটুকু উজাড় করে দিয়েছে এবং চেষ্টার কমতি রাখেনি। আমরাই সেরা এবং আমার দলকে আমি ভালোবাসি।'

'এখন আমরা এই বাস্তবতায় আছি। আশা করি সামনে বদলে ফেলতে পারব ও প্রত্যাশিত ফল পাব। জানি, কাজটা কঠিন। ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগে লড়াইটা কঠিন। তবে, আমরা আসলেই ভালো খেলেছি,' যোগ করেন এই স্প্যানিশ কোচ।

ঘুরে দাঁড়ানোর দুঃসময় ভুলে শিষ্যদের সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দিলেন গার্দিওলা, 'নিজের ভাবনা আছে আমার। তবে সময় ভালো হোক বা খারাপ, আমি স্থিতিশীল থাকি। স্থির থাকার পথ আমি সবসময়ই খুঁজে নেই। আমি অবিশ্বাস্যরকমের সৎ। ড্রেসিং রুমও খুবই স্থিতিশীল আছে। জিতলে আমরা খুশি থাকি, হারলে খুশি নই। এছাড়া আর কী করতে পারি!'

'নিজেদের নিয়ে দুঃখ করতে থাকব? নাহ, আমরা উন্নতি করব ও সামনে এগিয়ে যাব। এই মাসে এরকম পরিস্থিতিতে আগেও পড়েছি আমরা। কালকে আমাদের রিকভারির দিন, পরদিন ইউনাইটেড ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করব। ভালো ব্যাপারগুলোয় জোর দেব এবং আরও ভালো করার চেষ্টা করব,' যোগ করেন এই কোচ।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

6h ago