বাংলাদেশের বিপক্ষে হেটমায়ারকেও পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশের বিপক্ষে এমনিতেই ৬ বছর ধরে ওয়ানডে জেতে না ওয়েস্ট ইন্ডিজ। হারের সেই ধারা ভাঙ্গার মিশনে চোটের কারণে সিরিজের আগে আরেকবার ধাক্কা খেল তারা। এই সিরিজে দলটি পাচ্ছে না তারকা বাঁহাতি ব্যাটার শিমরন হেটমায়ারকেও। এই নিয়ে প্রথম ঘোষিত স্কোয়াড থেকে ছিটকে গেলেন তিনজন।
এর আগে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেস। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে অসুস্থ থাকায় এই সিরিজে থাকতে পারছেন না হেটমায়ারও। বাঁহাতি ব্যাটারের জায়গায় দলে নেওয়া হয়েছে আরেক বাঁহাতি আলিক আথানেজকে, যিনি টেস্ট সিরিজে খেলেছিলেন।
এর আগে ছন্দে থাকা ফোর্ডের বদলে নেওয়া হয় মার্কিনো মিন্ডলি ও শামারের জায়গায় আসেন জেডাইয়া ব্লেডস। ফোর্ড ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেশ সিরিজে ছিলেন সেরা খেলোয়াড়। তাকে হারানো তাই বড় ধাক্কা। এরমধ্যে হেটমায়ার না থাকায় দলটির ব্যাটিংও কিছুটা দুর্বল হয়ে গেল।
দলে আসা আথানেজ ১২ ওয়ানডে খেলে মাত্র ২৪.৯১ গড়ে তার রান ২৯৯। আছে দুই ফিফটি।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সেন্ট কিটসে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, আলিক আথানেজ, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
Comments