যুক্তরাজ্যে নবজাতকদের 'সবচেয়ে প্রিয়' নাম এখন মুহাম্মদ

দুই নবজাতক শিশুর প্রতীকী ছবি। ফাইল ছবি: এএফপি
দুই নবজাতক শিশুর প্রতীকী ছবি। ফাইল ছবি: এএফপি

যুক্তরাজ্যে প্রথমবারের মতো নবজাতক ছেলে সন্তানের নাম হিসেবে 'মুহাম্মদ' শীর্ষ স্থান দখল করেছে। দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয় (ওএনএস) এই তথ্য জানিয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।

নোয়াহ ও অলিভারকে পেছনে ফেলে জনপ্রিয় নামের তালিকার শীর্ষে পৌঁছে গেছে মুহাম্মদ।

অপরদিকে, মেয়ে শিশুদের মধ্যে অলিভিয়া টানা আট বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে অ্যামেলিয়া ও ইসলা'র অবস্থান।

প্রতি বছর ওএনএস নবজাতক শিশুদের নামের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ও অজনপ্রিয় নামের তালিকা প্রকাশ করে।

ওএনএসের দেওয়া তথ্য অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে ২০২৩ সালে চার হাজার ৬৬১টি নবজাতক শিশুর নাম মুহাম্মদ রাখা হয়। ২০২২ সালে সংখ্যাটি ছিল চার হাজার ১৭৭।

আরবিতে মুহাম্মদ শব্দের অর্থ 'প্রশংসনীয়' বা 'প্রশংসা পাওয়ার যোগ্য'। এই শব্দটি মূল শব্দ 'হাম্মাদা' থেকে এসেছে, যার অর্থ 'প্রশংসা করা।'

ইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.)। মহানবীর প্রতি সম্মান জানাতে সারা বিশ্বে নবজাতক মুসলিম শিশুদের নামের সঙ্গে মুহাম্মদ যুক্ত করার বিষয়টি খুবই জনপ্রিয় ও প্রচলিত। বিশেষত মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় এটি খুবই জনপ্রিয় নাম।

ওএনএস আরও জানায়, যুক্তরাজ্যের নয়টি অঞ্চলের মধ্যে চারটিতেই সবচেয়ে জনপ্রিয় ছেলে শিশুর নাম ছিল মুহাম্মদ।

 

Comments

The Daily Star  | English

Khaleda to fly to London for treatment Tuesday night: Fakhrul

BNP top brass meets party chief at her residence

1h ago