প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ২৮ কূটনীতিকের সাক্ষাৎ ৯ ডিসেম্বর

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: পিআইডি

ঢাকা ও নয়াদিল্লিতে অবস্থানরত ইউরোপের ২৮ দেশের কূটনীতিকরা আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও মহাপরিচালক (পাবলিক ডিপ্লোম্যাসি উইং) মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সময়ে জিএসপি প্লাস সুবিধা এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করা হবে।'

এর আগে কখনোই ইউরোপীয় ইউনিয়নের ২৮ রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রে আলোচনায় বসেনি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

ইউরোপের ২০ দেশের রাষ্ট্রদূত নয়াদিল্লিতে ও ৭ রাষ্ট্রদূত ঢাকায় অবস্থান করছেন। অপরজন ঢাকায় ইইউ মিশনের প্রধান।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

2h ago