অবশেষে বড়পর্দায় মেহজাবীন

মেহজাবিন চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পনেরো বছর ধরে শোবিজে কাজ করছেন মেহজাবীন চৌধুরী। তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে দেখা গেছে। তবে সিনেমার পর্দায় কখনো দেখা যায়নি ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রীকে। অবশেষে সেই অপূর্ণতা এবার পূর্ণতা পেতে যাচ্ছে। প্রথমবার তাকে বড়পর্দায় দেখা যাবে। খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন অভিনীত সিনেমা 'প্রিয় মালতী'।

এ বিষয়ে জানতে চাইলে মেহজাবীন চৌধুরী বলেন, 'শুরু থেকে দর্শক আমার পাশে ছিলেন। আমি যখন নতুন তখন থেকে যত গল্প, চরিত্রে অভিনয় করেছি সবগুলোই দর্শক ইতিবাচকভাবে নিয়েছেন। তাদের ভালোবাসার জন্যই আমি এত দূর আসতে পেরেছি।'

মেহজাবিন চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তার ভাষ্য, 'আমার বিশ্বাস দর্শক আমার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যাবেন। তারা আমার কাজ পছন্দ করবেন। আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা পেয়ে আমার ভালো লেগেছে, কিন্তু আমি অপেক্ষা করছি দেশের দর্শকের প্রতিক্রিয়ার জন্য। তাদের প্রতিক্রিয়া আমার জন্য বড় উপহার।'

উল্লেখ্য, ইতোমধ্যে সিনেমাটি কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে প্রদর্শিত হয়েছে। এই দুই উৎসবেই অফিসিয়ালি নির্বাচিত হওয়া 'প্রিয় মালতী' সবার কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে।

মেহজাবীন। ছবি: সংগৃহীত

সিনেমাটির পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, 'প্রিয় মালতী' যাপিত জীবনের গল্প। সবাই কানেক্ট করতে পারবেন।

'সময়টা অন্যরকম, সবখানেই সংস্কার চলছে। আমার সিনেমাতেও সংস্কারের আবেদন অন্তর্নিহিত আছে। আশা করছি

দর্শকরা সিনেমাটি দেখার পর ভাববেন এবং সবার ভালো লাগবে,' বলেন নির্মাতা।

Mehazabien Chowdhury
অভিনেত্রী মেহজাবীন। ছবি: সংগৃহীত

'প্রিয় মালতী' সিনেমায় নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। শঙ্খ দাশগুপ্তের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় মেহজাবীন নাম ভূমিকায় অভিনয়ন করেছেন।

মেহজাবীন চৌধুরী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposes that the next parliament act as the constitutional authority and amend the 1972 Constitution until a new one is enacted

13m ago