সহজ গল্পের কোনো সিনেমায় অভিনয় করতে চাইনি: মেহজাবীন

‘মালতী চরিত্রটি কঠিন।’
মেহজাবীন। ছবি: শেখ মেহেদি মোর্শেদ/স্টার

টিভি নাটকের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী 'প্রিয় মালতী' নামের নতুন সিনেমায় অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। নাম ভূমিকায় দেখা যাবে তাকে। সম্প্রতি মেহজাবীনের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে 'প্রিয় মালতী' সিনেমার ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া 'সাবা' নামের আরও একটি সিনেমা করেছেন নতুন প্রজন্মের শীর্ষ এই অভিনেত্রী।

নতুন সিনেমা 'প্রিয় মালতী' নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মেহজাবীন।

মেহজাবীন বলেন, প্রিয় মালতী মেয়েদের গল্প। মেয়েদের জীবন এবং জীবনের জার্নি উঠে এসেছে গভীরভাবে। অভিনেত্রী হিসেবে বলব মালতী চরিত্রটি কঠিন। পুরো চরিত্রটি নিয়ে এখনই ব্যাখ্যা করা যাবে না। আমার জন্য এটি নতুন চরিত্র। এমন কাজ আগে কখনো করিনি।

'আমার বিশ্বাস, প্রিয় মালতী সিনেমাটি মুক্তির পর মানুষকে ভাবাবে। চরিত্রটিও মানুষকে ভাবাবে। আমার জন্য চ্যালেঞ্জিং চরিত্র। আমার জন্য চ্যালেঞ্জিং জার্নি। সত্যি কথা বলতে, এমন কাজ কখনো করতে চাইনি যা সহজ। শুরু থেকেই সহজ গল্পের কোনো সিনেমায় অভিনয় করতে চাইনি। এটা আমার সিদ্ধান্ত', বলেন তিনি।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

মেহজাবীন আরও বলেন, একজন অভিনয়শিল্পী হিসেবে শোবিজে আমার ১৪ বছরের পথচলা। ১৫ বছরে পা দিয়েছি। ক্যারিয়ারে অসংখ্য নাটক করেছি। ওয়েব ফিল্ম করেছি। সিনেমা করলাম দুটো। একটা সময় টিভি নাটকেই সিরিয়াস ছিলাম। তারপর ওটিটিতে কাজ করলাম। ওখানেও সিরিয়াসভাবে নিই। অনেক পরে এসে দুটো সিনেমা করেছি। দুই সিনেমায় দুইরকম চরিত্রে দর্শকরা দেখতে পারবেন আমাকে।

'সবসময় চেয়েছি, সিনেমায় করা চরিত্রের সঙ্গে যেন আমার বাস্তব জীবনের কোনো মিল না থাকে। মিল নেইও। আমার সঙ্গে মেলেনি। এটা ভালো লেগেছে। সিনেমায় মেহজাবীনকে খুঁজে পাওয়া যাবে না, মালতীকে পাওয়া যাবে। আমি মালতী হয়ে ওঠার চেষ্টা করেছি। প্রিয় মালতী সিনেমায় নতুনত্ব আছে। ভালো চরিত্র পোর্ট্রেট করেছি।'

ছবি: সংগৃহীত

সিনেমার পরিচালককে নিয়ে এই অভিনেত্রী বলেন, 'প্রিয় মালতী পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। তিনি ভালো গল্প বলতে পারেন। ভালো পরিচালক তো বটেই। টিমটাও গোছানো ছিল। এখন পর্যন্ত শুটিংয়ের একটি ছবিও আউট হয়নি। এটা বড় ভালো দিক। অনেক টিমের সঙ্গে কাজ করেছি। প্রিয় মালতীর টিম সত্যিই গোছানো ও ভালো। শঙ্খ দাশগুপ্তর কাজ দেখেছি। তিনি যেটা বিশ্বাস করেন, তাই নির্মাণ করেন।'

'কদিন আগে আমার জন্মদিন ছিল। আমার জন্মদিন কখনো এত বড় পরিসরে করিনি। সাধারণত পরিবার নিয়ে ও কাছের মানুষদের নিয়ে দিনটি কাটাই। এবার বিশেষ দিনে প্রিয় মালতী সিনেমার কথা সবাই জানতে পেরেছেন। এটা আমার জন্য আনন্দের। আমার জন্য দিনটি বিশেষ।'

ছবি: সংগৃহীত

মেহজাবীন আরও বলেন, এবারের জন্মদিনে সকালবেলা ফ্যান ক্লাবের সঙ্গে একটি অনুষ্ঠান ছিল। তাদের সঙ্গে সময় কাটিয়েছি। তারপর ফিল্মের অনুষ্ঠানে গিয়েছি। সেখানেই সবার সামনে ঘোষণাটি আসে। আমার জীবনে স্মরণীয় জন্মদিন হয়ে থাকবে। এভাবেই সবার ভালোবাসা নিয়ে আগামী দিনগুলো কাটাতে চাই।'

Comments