শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা

শেখ হাসিনা। ফাইল ফটো

গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে আবেদনের ওপর শুনানি হয়।

রাষ্ট্রপক্ষ জানায়, শেখ হাসিনার দেওয়া বিদ্বেষপূর্ণ বক্তব্য বন্ধ করার উদ্দেশে তারা এই আবেদন করেছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, 'আমাদের আবেদন ট্রাইব্যুনাল শুনেছেন এবং আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন যে, যেসব হেটস্পিচ এখনো বিদ্যমান আছে, সেগুলো যেন অতিদ্রুত সরিয়ে ফেলা হয় এবং ভবিষ্যতে যেন তার কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বা প্রকাশ করা না হয়।

ট্রাইব্যুনাল আরও বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না। 

প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বলেন, ফেসবুক, ইউটিউব এক্সসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেখান থেকেই তিনি অন্তর্বর্তী সরকার নিয়ে নানা বক্তব্য দিচ্ছেন। তিনি তার ফোনালাপের রেকর্ডিং অনুসারীদের ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন, যা সামাজিক মাধ্যমে 'ভাইরাল' হয়েছে।

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

34m ago