বাংলাদেশের বিপক্ষে মেজাজ দেখিয়ে সাজা পেলেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার
জ্যামাইকায় বাংলাদেশের কাছে টেস্ট হারের হতাশার মাঝে আরেকটা খারাপ খবর পেল ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টে খেলার মাঝে আগ্রাসী আচরণ করে শাস্তির মুখে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার জেডন সিলস ও কেভিন সিনক্লিয়ার। দুজনকে জরিমানার পাশাপাশি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাহমুদুল হাসান জয়কে আউট করে আক্রমণাত্মক ভঙ্গি করেন সিলস। বদলি ফিল্ডার সিনক্লিয়ার আম্পায়ারের নিষেধ অমান্য করেও ব্যাটারদের প্রতি আক্রমণাত্মক ভাষায় স্লেজিং করেন।
এতে আচরণবিধির ধারা ভঙ্গ হয়েছে। একাদশে থাকা সিলসের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে, সেই সঙ্গে তিনি পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট। একাদশে না থাকা সিনক্লিয়ারের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়, তিনিও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। গত ১ বছরের মধ্যে তাদের আর কোন ডেমেরিট পয়েন্ট নেই।
মাঠের আম্পায়ার কুমার ধর্মসেনা ও আসিফ ইয়াকুব এই দুজনের বিরুদ্ধে অভিযোগ আনেন। খেলার পর ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে নিজেদের দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
কোন আন্তর্জাতিক ম্যাচে আচরণবিধি ভঙ্গের বিভিন্ন সাজা রয়েছে। গুরুতর অপরাধ করলে কোন ক্রিকেটার জরিমানার পাশাপাশি একাধিক ডিমেরিট পয়েন্ট পেতে পারেন। কোন ক্রিকেটার ২৪ মাসের মধ্যে ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে তাকে একটি টেস্ট, দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ করা হয়। যে সংস্করণের খেলা আগে আসবে নিষেধাজ্ঞা সেই সংস্করণের জন্য কার্যকর হয়।
শাস্তি পাওয়া সিলস সিরিজজুড়ে ভালো বল করেছেন। দুই টেস্টে ১০ উইকেট নিয়ে তাসকিন আহমেদের সঙ্গে যৌথভাবে সিরিজ সেরা হয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টে তার দল হারলেও প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৬৪ রানে গুটিয়ে দিতে ৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
Comments