টি-টোয়েন্টি সিরিজের আগে জ্যোতি-লুইস যখন ‘চা-শ্রমিক’

Bangladesh vs Ireland
মালানীছড়া চা-বাগানে ভিন্ন বেশে ট্রফি হাতে নিগার সুলতানা জ্যোত ও গ্যাবি লুইস। ছবি: বিসিবি

পিঠে ঝুলানো পাতা সংগ্রহের ঝুড়ি, পরনেও চা-শ্রমিকের পোশাক। নিগার সুলতানা জ্যোতি আর গ্যাবি লুইসের হাতে ট্রফি ধরা না থাকলে এই ছবি বিভ্রান্ত করতে পারত। বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের আগে এমন বিশেষ ফটোসেশন হয়ে গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ অধিনায়ক জ্যোতির ভাষায় যা নারী ক্রিকেটকে ভিন্নভাবে প্রমোট করবে।

লক্কাতুরা চা-বাগানের মাঝে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে আন্তর্জাতিক ম্যাচ হলেই প্রাকৃতিক সৌন্দর্য আলাদাভাবে নজর কাড়ে সবার। এবার সেই সৌন্দর্যকে ধারণ করা হলো ভিন্নভাবে। ওই এলাকায় আছে দেশের সর্বপ্রথম চা-বাগান মালানীছড়া, যার বয়স ১৭৫ বছর। সেখানে গিয়ে ক্ষণিকের জন্য চা-শ্রমিক বনে গেলেন দুই ক্রিকেটার। পরে সংবাদ সম্মেলনে জ্যোতি আলাদা করে প্রশংসা করলেন এই উদ্যোগের, 'অবশ্যই (বিশেষ ফটোসেশন)। এর আগে ছেলেদের ক্রিকেটে চা-বাগানের ভেতর করা হয়েছে (ট্রফি নিয়ে ফটোসেশন)। এবার বিশেষ পোশাক পরে ঐতিহ্যগতভাবে হলো। কল্পনার বাইরে। এটা ভিন্নভাবে নারী ক্রিকেটকে প্রমোট করবে।'

বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। তিন ম্যাচই হয়েছে ভীষণ একপেশে। দাপট দেখিয়ে প্রতিপক্ষকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে এবার টি-টোয়েন্টি মিশন। তবে এই সংস্করণে ভিন্ন চ্যালেঞ্জে পড়ার জন্য নিজেদের তৈরি রাখছে বাংলাদেশ। আইরিশদের তাই হালকাভাবে নেওয়ার কারণ দেখতে পাচ্ছেন না জ্যোতি।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের পরিসংখ্যান ভালো। কুড়ি ওভারের ক্রিকেটে ১১ দেখায় তিনবার জিতেছে আইরিশরা। ৮ জয় নিয়ে যদিও অনেকখানি এগিয়ে বাংলাদেশই।

ওয়ানডে সিরিজ খেলা হয়েছিল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। উইকেট যেখানে স্পিন সহায়ক, মন্থর। আয়ারল্যান্ডের জন্য যা বেশ কঠিন কন্ডিশন। টি-টোয়েন্টি হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যেখানকার উইকেট তুলনামূলক ভালো।

সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমরা সিলেটেই বেশি খেলি। এখানের উইকেট অনেক ভালো হয়। কোনো কিছু হালকাভাবে নেওয়ার কিছু নেই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।'

'অবশ্যই সিরিজ জেতার তো চিন্তা থাকবেই। এখন আমরা অন্য এক পিকে আছি। এই মোমেন্টাম ধরে রাখলে দলের জন্য ভালো হবে।'

জ্যোতি জানান মিরপুরের থেকে কন্ডিশন ও ফরম্যাট ভিন্ন হওয়ায় আয়ারল্যান্ডকে পাওয়া যেতে পারে ভিন্ন মেজাজে, সেজন্য নিজেদের প্রস্তুত রাখছেন তিনি,  'আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমি চিন্তা করি আমাদের এমন একটা দল যে দলীয়ভাবে পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব তা কিন্তু না, ভালো ক্রিকেট খেলতে হবে। প্রথমত ওয়ানডে তারা ভিন্নভাবে খেলেছে হয়বতা, কন্ডিশন ভিন্ন ছিলো। সেকেন্ড ওয়ানডেতে তারা ভালো ব্যাট করেছে, তৃতীয় ম্যাচেও ভালো ব্যাট করেছে। হালকভাবে নেওয়ার কোন চিন্তা ভাবনা নেই।'

ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করে টি-টোয়েন্টি দলেও এসেছেন শারমিন আক্তার সুপ্তা। তার ব্যাটে দেখা গেছে আগ্রাসী অ্যাপ্রোচ। যা বাংলাদেশের নারী ক্রিকেটে সচরাচর দেখা যায় না। সব মিলিয়ে খেলোয়াড় ও দলের ছন্দ নিয়ে আশাবাদী জ্যোতি,  'প্রথমত টি-টোয়েন্টি দলে অনেক বদল আছে। (শারমিন আক্তার) সুপ্তা আপু অনেক ভালো খেলার কারণে তার ইন্টেন্ট ভিন্ন ছিলো তাকে এজন্য টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া হয়েছে। আমি আত্মবিশ্বাসী দল নিয়ে। খেলোয়াড়রা ভালো টাচে আছে, গুরুত্বপূর্ণ হলো আমাদের ওই ধারাবাহিকতা থাকবে কিনা। ভিন্ন সংস্করণ, ভিন্ন কন্ডিশন। অবশ্যই আমাকে চিন্তা ভাবনা করে খেলতে হবে। প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ ভালো খেলে পুরো সিরিজে এর প্রভাব থাকবে।'

Comments

The Daily Star  | English

13 former BDR members walk out of jail after 16 years

Family members expressed overwhelming joy at the release, reuniting with their loved ones

8m ago