বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে যারা আছেন
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলের দুটি বদল এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরোয়া ক্রিকেটের পর বাংলাদেশের বিপক্ষে টেস্টে পারফর্ম করে দলে এসেছেন জাস্টিন গ্রেইভস, প্রথমবারের মতন ডাকা হয়েছেন আমির জঙ্গুকে।
এই দুজন আসায় বাদ পড়েছেন কিপার ব্যাটার জুয়েল অ্যান্ড্রু ও লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র। জুয়েলের বদলেই নেওয়া হয়েছেন আমিরকে। আমিরও কিপার ব্যাটার। গ্রেইভস ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নজর কেড়েছেন। অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করেন তিনি। পেস বোলিংয়ে দুই উইকেট।
এই পেস অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে লিস্ট-এ ফরম্যাটা টানা তিন সেঞ্চুরি করেন কিছুদিন আগে।
শেই হোপের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন এভিন লুইস, ব্র্যান্ডন কিং, শিমরন হেটোমায়ারসহ প্রথম সারির প্রায় সবাই।
৮ ডিসেম্বর থেকে সেন্ট কিটসে শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), ব্রান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড
Comments