আগ্রাসী ব্যাটিংয়ে লিড বড় হচ্ছে বাংলাদেশের

বোলারদের সৌজন্যে দিনের শুরুটা হয় দারুণ। প্রথম সেশনেই ক্যারিবিয়ানদের লেজ বের আনা দলটি তাদের গুটিয়ে দেয় লাঞ্চের পরপরই। এরপর ব্যাটারদের দারুণ ব্যাটিং। কিছুটা আগ্রাসী হয়ে লিড বড় করার দিকে নজর টাইগার ব্যাটারদের। যার নেতৃত্ব সামনে থেকেই দিচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ভালো সঙ্গ পাচ্ছেন ওপেনার সাদমান ইসলামের কাছ থেকেও। আরও একটি দারুণ সেশন কাটিয়েছে টাইগাররা।

সোমবার জ্যামাইকার সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ১২৮ রানের লিড নিয়েছে বাংলাদেশ। চা বিরতির আগে ২ উইকেটে ১১০ রান তুলেছে টাইগাররা। এর আগে ক্যারিবিয়ানদের ১৪৬ রানে গুটিয়ে দেয় সফরকারীরা। ফলে প্রথম ইনিংসে ১৮ রানের লিড পায় বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। আরও একবার অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান মাহমুদুল হাসান জয়। জেইডেন সিলসের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। নিচু হওয়া ক্যাচ ধরে নিতে কষ্ট হয়নি আলিক আথানেজের। খালি হাতেই ফেরেন এই ওপেনার।

এরপর উইকেটে নামেন শাহাদাত হোসেন। পাল্টা আঘাত করতে শুরু থেকেই আগ্রাসী হওয়ার চেষ্টা চালান। আলজারি জোসেফের করা চতুর্থ ওভারের শেষ দুই বলে টানা দুটি বাউন্ডারি আদায় করে দেন। তার সঙ্গে যোগ দেন সাদমান ইসলামও। কিছুটা দেখে খেললেও মাঝেমধ্যেই আদায় করে নেন বাউন্ডারি। ফলে ৫৮ বলেই আসে ৪৭ রানের জুটি।

তবে জুটি ভেঙেছে অতি আগ্রাসী হতে গিয়েই। আলজারি জোসেফের বলে লং অফের উপর ছক্কা মারতে নিতে গিয়ে আকাশে তুলে দেন এই ব্যাটার। মিড অফে ক্যাচ লুফে নেন সিলস। তবে ২৬ বলে ২৮ রানের ইনিংস খেলেন শাহাদাত।

 

শাহাদাতের বিদায়ের পর মাঠে নামেন অধিনায়ক মিরাজ। টেস্টে প্রথমবারের মতো চারে নেমে শুরু থেকেই আক্রমণ করতে থাকেন ক্যারিবিয়ান বোলারদের। পরের ওভারেই শামার জোসেফকে টানা চারটি চার মেরে বুঝিয়ে দেন তার মনোভাব। পরের ওভারে সিলসকে টানা দুটি চার মারেন সাদমানও। দুই ব্যাটারের আগ্রাসনে নিয়মিত আসে বাউন্ডারি।

একই সঙ্গে দ্রুত একশ রানের লিড পেয়ে যায় বাংলাদেশ। মাত্র ২৯ বলে আসে মিরাজ ও সাদমানের জুটিতে আসে ফিফটি। এরপর অবশ্য কিছুটা দেখে খেলার চেষ্টা চালান। বিরতির আগে ৬৩ বলে ৬৩ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন এ দুই ব্যাটার। এ সময় ৭২ বলে ৭টি চারে ৪৪ রানে ব্যাট করছেন সাদমান। ২২ বলে ৫টি চারে মিরাজ অপরাজিত আছেন ২৬ রানে।   

Comments

The Daily Star  | English

Seven crew members were sedated, killed by fellow: Rab

An official of Rapid Action Battalion said this after the arrest of the suspect from Bagerhat

49m ago