বিসিএস পরীক্ষার ফি কমিয়ে ৩৫০ টাকা, মৌখিকের নম্বর ১০০ করার প্রস্তাব
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা নির্ধারণ এবং মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
একইসঙ্গে বিশেষ ক্ষেত্রে—প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের—আবেদন ফি ১০০ টাকার স্থলে ৫০ টাকার প্রস্তাব করেছে বিপিএসসি।
আজ সোমবার বিপিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিপিএসসি। সেখানে আবেদন ফি ৭০০ টাকা এবং বিশেষ ক্ষেত্রে ১০০ টাকা উল্লেখ ছিল।
৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে মোট তিন হাজার ৪৮৭ শূন্য পদ পূরণ করা হবে—যার মধ্যে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশ ক্যাডারে ১০০ ও কৃষি ক্যাডারে ১৬৮। এ ছাড়া, নন-কাডার সার্ভিসে শূন্য পদের সংখ্যা ২০১টি।
Comments