বিসিএস দেওয়া যাবে সর্বোচ্চ ৪ বার

৪৬ তম বিসিএস ফলাফল

বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অংশ নিতে পারবেন।

আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে উপদেষ্টা পরিষদের ২৪ অক্টোবরের বৈঠকে সর্বোচ্চ তিন বার বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে জানানো হয়, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসয় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪-এর আলোকে 'সরকারি চাকরি আইন, ২০১৮' এর ধারা ৫৯ এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 'বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪' পুনর্গঠন করে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ চারবার অবতীর্ণ হতে পারবে, এই বিধি সংযোজনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কেকে উপদেষ্টা পরিষদ নির্দেশনা দিয়েছে।

 

Comments

The Daily Star  | English

No place for Islamic extremism in Bangladesh: Yunus

Islamic extremism will never find a place in Bangladesh again, said Chief Adviser Muhammad Yunus recently

1h ago