আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের সহজ লক্ষ্য

Banglades womens cricket team
ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের বোলারদের সামনে আবারও কোন পথ খুঁজে পেল না আইরিশ মেয়েরা। মন্থর উইকেটে রানের জন্য সংগ্রাম করে দুইশোর অনেক আগেই থেমেছে তাদের ইনিংস।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ১৮৫ করেছে আয়ারল্যান্ড। এরমধ্যে সিরিজ জিতে যাওয়া বাংলাদেশ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে তাই পেল অনেকটা সহজ চ্যালেঞ্জ।

আয়ারল্যান্ডের হয়ে এদিন সর্বোচ্চ ৫২ রান করেছেন অধিনায়ক গ্যাবি লুইস। তবে এই রান করতে লেগেছে তার ৭৯ বল। রানের জন্য সংগ্রাম করে ডট বলের চাপে পুরো ইনিংস চলেছে তাদের।

ম্যাচের ৬ষ্ঠ ওভারে সারাহ ফরবেসকে হারায় আয়ারল্যান্ড। সুলতানা খাতুনের বলে বোল্ড হন তিনি। এরপর এমি হান্টারের সঙ্গে লুইস ৪৮ রানের জুটি পান।

এমির বিদায়ের পর ওরলা প্রেডারগাস্টকে নিয়ে ছুটেন গ্যাবি। তবে তাদের গতি ছিলো অতি মন্থর। ২৯তম ওভারে ৫২ করে ফাহিমা খাতুনের বলে গ্যাবির বিদায়ে এই জুটি যখন ভাঙে স্কোরবোর্ডে তখন কেবল ৯৭ রান।

এরপর তাদের একাধিক ব্যাটার থিতু হলেও রানের গতি বাড়াতে পারেননি, এক পর্যায়ে রানরেট বাড়ানোর চাপে ঝুঁকি নিতে গিয়ে একে একে ফিরে যান তারা।

বাংলাদেশের বোলাররা সম্মিলিতভাবে চেপে ধরেন আয়ারল্যান্ডকে। সাফল্য পেয়েছেন কম বেশি সবাই। ১০ ওভারে ৪৩ রানে ৩ উইকেট নিয়ে তাদের মধ্যে সবচেয়ে সফল ফাহিমা।

Comments