সিলেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ২ মামলা খারিজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার ২ মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

আজ রোববার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (দ্বিতীয়) আদালতে বিচারক ছগির আহমেদ মামলা দুটি খারিজ করে দেন।

বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা ২০১৪ সালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি করেছিলেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী এমরান আহমদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা দুটি মামলা এক দশক পর খারিজ করে তারেক রহমানকে খালাস করে দিয়েছেন আদালত।

মামলা দুটির অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিবৃত করেছেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন।

Comments

The Daily Star  | English

Advisory council clears anti-terrorism law amendement

Draft includes provision to ban an entity's activities, restrict terrorism-related content online

58m ago