দুই পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ভেজা মাঠ অবশেষে খেলার উপযোগী হওয়ায় নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর হলো টস। ভাগ্য পরীক্ষায় জিতলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বেছে নিলেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। অ্যান্টিগায় আগের টেস্টে হেরে পিছিয়ে থাকা টাইগারদের একাদশে এসেছে দুটি পরিবর্তন।

জ্যামাইকার স্যাবাইনা পার্কে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত দুইটায়। অর্থাৎ ইতোমধ্যে দুই সেশন হারিয়ে গেছে।

গত কয়েক দিনের প্রচুর বৃষ্টির কারণে মাঠ খেলার জন্য প্রস্তুত করতে অনেক সময় লেগে গেছে। এদিন সকাল থেকে আবহাওয়া অবশ্য রোদ ঝলমলে। তবে পিচের দুই প্রান্তের কাছাকাছি দুটি জায়গা ও আউটফিল্ডের বেশ কিছু অংশ ভেজা ছিল। সেসব শুকিয়ে ঠিকঠাক করতে প্রচুর বালি ব‍্যবহার করেছেন মাঠকর্মীরা।

বাংলাদেশের একাদশে আনা হয়েছে দুটি পরিবর্তন। ওপেনার জাকির হাসানের জায়গায় সাদমান ইসলাম এবং পেসার শরিফুল ইসলামের জায়গায় নাহিদ রানা ঢুকেছেন। অর্থাৎ তিন পেসার ও দুই স্পিনার নিয়েই খেলবে টাইগাররা।

অনুমিতভাবে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের একাদশে রয়েছে চার পেসার ও এক পেস বোলিং অলরাউন্ডার। ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট দলের পক্ষে রেকর্ড টানা ৮৬ টেস্ট খেলতে নামছেন।

বৃষ্টির কারণে প্রচুর আর্দ্রতার পাশাপাশি স্যাবাইনা পার্কের উইকেটে অনেক বেশি ঘাস দেখা যাচ্ছে। অর্থাৎ সেখানে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেটের চেয়ে পেসারদের জন্য থাকতে পারে বাড়তি সুবিধা। দেখা মিলতে পারে অসম বাউন্সের। তাই চ্যালেঞ্জও বেশি সাম্প্রতিক সময়ে এই সংস্করণে ভীষণ ধুঁকতে থাকা বাংলাদেশ দলের।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ২০১ রানের বিশাল ব্যবধানে। বোলিং তুলনামূলক ভালো হলেও ব্যাটিং ছিল যাচ্ছেতাই। ফিল্ডিংও হয়নি প্রত্যাশা অনুসারে। সিরিজে সমতা টানতে তাই তিন বিভাগেই উন্নতি করতে হবে সফরকারীদের।

বাংলাদেশ একাদশ:
মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার কোচ, জেডেন সিলস।

Comments

The Daily Star  | English

India’s white-ball tour of Bangladesh deferred to September 2026

The Bangladesh Cricket Board (BCB) on Saturday confirmed that India’s white-ball tour of Bangladesh, originally scheduled for next month, has been postponed to September 2026.

2h ago