আমিরাতে মুক্তি পেলেন আরও ৭৫ প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাত। ছবি: রয়টার্স

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে একাত্মতা পোষণ করে এবং হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল-বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটির সরকার।

আজ শুক্রবার প্রবাসী কল‍্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১১৩ জনকে মুক্তি দিয়েছিল আমিরাত সরকার। এ নিয়ে মোট ১৮৮ জন মুক্তি পেলেন।

আমিরাতের আইন লঙ্ঘন করায় আবুধাবির ফেডারেল কোর্ট এই বাংলাদেশিদের বিভিন্ন মেয়াদে—১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত সাজা দিয়েছিল।

ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পরপরই এসব প্রবাসীদের মুক্ত করার উদ‍্যোগ নেন এবং তিনি নিজে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে ফোন করে অনুরোধ জানান।

শুক্রবার মুক্তি পাওয়া ৭৫ জন আগামী এক সপ্তাহের মধ‍্যে দেশে ফিরবেন।

Comments

The Daily Star  | English

Family reunited after 18 years

Stranded in Malaysia, man finally comes back home

33m ago