অর্থনীতির শ্বেতপত্র রোববার জমা দেওয়া হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

জিডিপি প্রবৃদ্ধি
দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ফটো

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত কমিটি আগামী রোববার প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি দেবপ্রিয় ভট্টাচার্য্য।

রাজধানীর ইআরএফ মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) আয়োজিত 'বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও উন্মুক্ত বাজেট জরিপ ২০২৩' ফলাফল প্রকাশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আগামী সোমবার সংবাদ সম্মেলন করে শ্বেতপত্রের ফল গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Reform panels aim to ensure power balance

Four reform commissions are set to submit their reports to the government tomorrow and the Constitution Reform Commission and the Electoral Reform Commission are likely to propose a caretaker government system and a bicameral parliament.

6h ago