ইআরএফের সভাপতি ডেইলি স্টারের রেফায়েত, সম্পাদক বিজনেস স্ট্যান্ডার্ডের কাশেম

মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা (বামে) এবং আবুল কাশেম (ডানে)। ছবি: সংগৃহীত

অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ রেফায়েত উল্লাহ মীরধা।

আজ শুক্রবার দেশের সংগঠনটির সদস্যদের ২০০ ভোটের মধ্যে ৯১ ভোট পেয়ে ২ বছরের জন্য নির্বাচিত হন তিনি।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ সংবাদদাতা আবুল কাশেম ১১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১০৪ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএ টিভির সালাহউদ্দিন বাবলু।

সহ-সাধারণ সম্পাদক পদে ডেইলি অবজারভারের মো. মিজানুর রহমান ও অর্থ সম্পাদক পদে রহিম শেখ জয়ী হয়েছেন।

ইআরএফের সদস্য হিসেবে  নির্বাচিত হয়েছেন বদিউল আলম, মোহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার, মোহাম্মদ সাইফুল ইসলাম ও শাহ আলম নূর।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ এবং টিভি টুডের চিফ এডিটর মঞ্জুরুল আহসান বুলবুল এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির মহাসচিব মনিরুজ্জামান টিপু যথাক্রমে চেয়ারম্যান ও সদস্য পদে নির্বাচন পর্যবেক্ষণ করেন।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

9h ago