সাত কলেজের অনার্স প্রথম বর্ষের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স প্রথম বর্ষের আগামীকাল বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাবি জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

জনসংযোগ দপ্তর জানায়, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। 

স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

অন্যান্য পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments