খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ওমরাহ করার আমন্ত্রণ

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান।

আজ সোমবার দিবাগত রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. এনামুল হোসেন  উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে জাহিদ হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, 'বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান এসেছিলেন। তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন। শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সৌদি যুবরাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।'

'বিএনপি চেয়ারপারসন তার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম পৌঁছে দিতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেছেন,' জানান তিনি।

জাহিদ হোসেন আরও বলেন, 'বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার সময় কিংবা আসার সময় ওমরাহ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।'

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। ম্যাডাম দেশের সার্বিক পরিস্থিতির ওপর এই মুহূর্তে কোনো মন্তব্য করেননি।

Comments

The Daily Star  | English

MRT-1 unlikely to be ready before 2030

Five years have passed since the country’s first underground metro rail project was approved, but construction of the key structure has not yet begun.

6h ago