আইপিএলের নিলামে বাংলাদেশের কেউ দল পাবেন?

mustafizur rahman and shakib al hasan

এবার আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় নাম আছে বাংলাদেশের ১২ জন ক্রিকেটারের। তবে ১২ জনের নামই যে নিলামে উঠবে তার নিশ্চয়তা নেই। দল পাওয়ার সম্ভাবনায় এগিয়ে আছেন গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান। এছাড়া দল পেতে পারেন বাংলাদেশের শীর্ষ তারকা সাকিব আল হাসানও। দেখে নেওয়া যাক বাংলাদেশের কার সম্ভাবনা আসলে কতটুকু।

মোস্তাফিজুর রহমান

গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ।  এবার নিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই। ২ কোটি টাকার ভিত্তিমূল্যে নিলামে উঠবেন মোস্তাফিজ। দল পাওয়ার বিবেচনায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবেন তিনিই। গত বছরও আইপিএলে কেবল মোস্তাফিজই বাংলাদেশ থেকে দল পেয়েছিলেন।

সাকিব আল হাসান

আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ সাকিব। এক সময় নিয়মিতই আইপিএল খেলতে তিনি। তবে গত বছর আইপিএল খেলা হয়নি সাকিবের। এবার নিলামে নিজের ভিত্তিমূল্য ২ কোটি থেকে কমিয়ে এক কোটি রেখেছেন সাকিব। জাতীয় দলের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় সাকিব পুরো মৌসুমের জন্যই এভেইলেবল। এই বিবেচনায় দল পেত পারেন সাকিব। তবে সাম্প্রতিক ছন্দ বিবেচনায় নিলে সাকিবের দল না পাওয়ার শঙ্কাও থাকছে।

রিশাদ হোসেন

লেগ স্পিনার রিশাদ হোসেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। নজর কাড়েন অনেকের। লেগ স্পিনের পাশাপাশি ঝড়ো ব্যাট করার সামর্থ্যে তিনি বিগ ব্যাশেও দল পেয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে রিশাদ পরে আর ধারাবিহকতা দেখাতে পারেনি। সর্বশেষ ভারত সফরে হতাশ করেন রিশাদ। অনেক বিশ্ব তারকার ভিড়ে রিশাদের দল পাওয়া কঠিন।

আরও চার পেসার

মোস্তাফিজ ছাড়াও নিলামে নাম দিয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। এরমধ্যে তাসকিন এর আগেও আইপিএলে বদলি হিসেবে ডাক পেয়েছিলেন। বিসিবির ছাড়পত্র না পাওয়ায় যেতে পারেননি। তাসকনের নাম নিলামে উঠলে কেউ আগ্রহী হয় কিনা এবার দেখার বিষয়।

ভারত সফরে টেস্টে ভালো বল করায় হাসান মাহমুদ নজরে থাকতে পারেন। গতিময় তরুণ পেসার নাহিদ রানাও ভারতীয়দের নজর কেড়েছেন। নিলামে নাম উঠলে দল পাওয়ার বিবেচনায় থাকবেন তারা। তাদের ভিত্তিমূল্যও কম, ৫০ লাখ রুপি।

সম্ভাবনাই পিছিয়ে যারা

নিলামে নাম পাঠালেও লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী হাসানের দল পাওয়ার সম্ভাবনা আসলে কম। এরমধ্যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০২৩ সালের আইপিএলে দল পাওয়া লিটন এক ম্যাচ খেলে ভালো করতে পারেননি। নিলামে তার নাম উঠতে পারে, তবে সেভাবে কেউ আগ্রহী নাও হতে পারে। বাকি তিনজনের নাম নিলামে উঠার সম্ভাবনাই কম।

Comments

The Daily Star  | English

7 colleges to continue operating under UGC until new university formed

Prof AKM Elias, principal of Dhaka College, to be appointed as the administrator

5h ago