আয়কর রিটার্ন জমার তারিখ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

স্টার ডিজিটাল গ্রাফিক্স

চলতি অর্থবছরের (২০২৪-২৫) আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।

এর আগে, আয়কর রিটার্ন জমার সময়সীমা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত।

আজকের বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, বিভিন্ন পেশাজীবী মহলের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রিটার্ন জমা নেওয়া হবে।

এ সময় পর্যন্ত করদাতারা অনলাইনে ও সশরীরে কোনো জরিমানা ছাড়াই আয় ও সম্পদের বিবরণী জমা দিতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত প্রায় পৌনে চার লাখ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এনবিআর করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল করতে উত্সাহ দিচ্ছে। 

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের কর অঞ্চলের অধীনে থাকা সরকারি কর্মকর্তাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছিল এনবিআর।

এবার ব্যাংকার এবং মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অনলাইনে রিটার্ন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Comments

The Daily Star  | English
rickshaws banned on Dhaka's main roads

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

2h ago