‘আমার জীবনে অনেক ব্যর্থতা’, পাঁচ ম্যাচে তিন সেঞ্চুরি করে স্যামসন

Sanju Samson

সঞ্জু স্যামসন আছেন সময়ের সেরা ছন্দে। সর্বশেষ পাঁচটা টি-টোয়েন্টিতে তিনি করেছেন তিন সেঞ্চুরি। তবে এই তিন সেঞ্চুরির মাঝে দুইবার শূন্য রানে আউট হওয়া মানতে পারছেন না ডানহাতি ব্যাটার। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জেতার ম্যাচে সেঞ্চুরি করা এই ব্যাটার বলছেন, জীবনে তার অনেক ব্যর্থতা, অনেক সাধনায় পেয়েছেন আজকের জায়গা।

শুক্রবার রাতে জোহেন্সবার্গে দক্ষিণ আফ্রিকাকে ১৩৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জেতে ভারত। এই ম্যাচে তিলক বর্মা আর স্যামসন রাখেন মূল ভূমিকা। দুজনেই করেন সেঞ্চুরি। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ৮৬ বলে ২১০ রান আনেন তারা। ৫৬ বলে ১০৯ করেন ওপেন করতে নামা স্যামসন। তিনে নেমে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে ৪৭ বলে বিস্ফোরক সেঞ্চুরিতে ১২০ রানে অপরাজিত থাকেন বাঁহাতি তিলক।

গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ১১১ রানের ইনিংস খেলেন স্যামসন। টি-টোয়েন্টিতে তার এটাই ছিলো প্রথম সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রথম ম্যাচেই করেন ১০৭ রান। পরের দুই ম্যাচে আউট হন কোন রান করার আগেই। এবার করলেন ১০৯।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখালেও রোহিত শর্মা, বিরাট কোহলিদের কারণে সুযোগ পেয়েছেন কম। যেসব সুযোগ পেয়েছেন সেভাবে নিজেকে বিকশিত করতে পারেননি।  নিজেকে এতদিনে থিতু করা হয়নি তার।

শুক্রবার ১০৯ রানের ইনিংস খেলে ইয়ামসন জানালেন, তার জীবনে অনেক ব্যর্থতা, সেসব থেকে শিখে এগুচ্ছেন তিনি, 'আমার জীবনে অনেক ব্যর্থতা ছিলো। দুইটা সেঞ্চুরির পর টানা দুইবার শূন্য রানে আউট হলাম। আমি নিজের উপর বিশ্বাস রেখেছি। কঠোর পরিশ্রম করেছি এই ধাপে আসতে। দুইটা ব্যর্থতার পর আমার মাথায় অনেক কিছু ঘুরছিল। অভিষেক আমাকে সাহায্য করেছে শুরুতে, তিলকও করেছে।'

দুর্দান্ত প্রতাপে সেঞ্চুরিতে এদিন ৬ চারের সঙ্গে ৯ ছক্কা মারেন স্যামসন। তবে নিজের ব্যাটিং নিয়ে বেশি বলতে চান না, মজা করে বললেন বেশি বললে ব্যর্থতা আসে,  'আমি বেশি কথা বলতে চাই না। গতবার অনেক কথা বলে পরে দুইটা শূন্য পেয়েছি। আমি কাজটা সহজ রাখতে চাই ফোকাস দিতে চাই যে করতে পারি। আমাদের অধিনায়ক (সূর্যকুমার যাদব) আমাদের কাছ থেকে যা চায় সেটা দিতে পারি। এবার করতে পারায় খুশি।'

জোহেন্সবার্গে শুক্রবার স্যামসন-তিলকের ব্যাটের ঝাঁজে চার-ছক্কার ঝড় দেখেছে ক্রিকেটপ্রেমীরা। মনে হচ্ছিল এই দুজনকে আলগা করাই সম্ভব না। তিলকের সঙ্গে জুটি নিয়ে স্যামসন জানালেন ঘরোয়া ক্রিকেটে অভ্যস্ততার কথা, 'তার সঙ্গে (তিলক বর্মা) অনেক জুটি আছে আমার। সে খুব তরুণ সম্পদ। সে ভারতীয় ক্রিকেটের আগামী, তার সঙ্গে জুটি গড়ে খুব ভালো লাগছে।'

Comments

The Daily Star  | English
Impact of dollar crisis

As dollar jumps, old inflation battle to get tougher in new year

After a four-month lull, US dollar prices made an abrupt jump in December, making imports more expensive and pushing up business costs.

11h ago