রাবি ভর্তির আবেদন শুরু ৫ জানুয়ারি, পরীক্ষা ১২-২৬ এপ্রিল

রাবি ভর্তির আবেদন
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১৬ জানুয়ারি ২০২৫ রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে। ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে আবেদন চূড়ান্ত করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। 

কোটায় ভর্তিচ্ছু প্রার্থীদের অনলাইনের নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  http://admission.ru.ac.bd ও সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

সিদ্ধান্ত অনুযায়ী, ১২ এপ্রিল 'বি' ইউনিট, ১৯ এপ্রিল 'এ' ইউনিট, ২৬ এপ্রিল 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এসব পরীক্ষা হবে।

আবেদনের যোগ্যতা হিসেবে বলা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। 

'এ' (মানবিক) ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। 'বি' (বাণিজ্য) ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। 'সি' (বিজ্ঞান) ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ।

২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল এবং 'এ' লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ সহ মোট জিপিএ ৭ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮ থাকতে হবে। 

জিসিই 'ও' লেভেল পরীক্ষায় ৫টি বিষয়ে এবং 'এ' লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট ৭টি বিষয়ের মধ্যে ৪টি বিষয়ে কমপক্ষে 'বি' ও ৩টি বিষয়ে কমপক্ষে 'সি' গ্রেড পেতে হবে। ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনের সময় অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে।

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টা ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০। 

Comments

The Daily Star  | English
BNP demands disclosure of power sector contracts

Disclose AL govt’s power, energy deals

The BNP yesterday demanded public disclosure of all the power and energy sector agreements made by the ousted Awami League government.

6h ago