ট্রাম্পের জয়ে ইমরানের মুক্তির সম্ভাবনা দেখছে তার সমর্থকরা

ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। ছবি: ডন
ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। ছবি: ডন

বিশ্বনন্দিত ক্রিকেট কিংবদন্তী ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়েছে দেশটির জনগণ। বিশেষ করে মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। এনিয়ে বাকবিতন্ডায় জড়িয়েছেন সে দেশের মন্ত্রী ও বিরোধী নেতারা।

পাকিস্তানের 'দ্য ডন' এবং 'দ্য প্রিন্ট' জানিয়েছে, ট্রাম্পের জয়লাভের পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইর সমর্থকদের মধ্যে আশার আলো জেগে ওঠেছে।

'দ্য ডন' ও 'দ্য প্রিন্টের' বরাত দিয়ে রাওয়ালপিন্ডি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারি সংবাদমাধ্যমকে বলেছেন, 'আমি রিপাবলিকান পার্টির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইমরান খানের ওপর দমনপীডন নিয়ে আলোচনা করব।

তিনি বলেন, ইমরানের প্রতি ট্রাম্পের 'সফট কর্নার' রয়েছে। ট্রাম্প ইমরানের কারাবাস নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তবে পিটিআইর এমন দাবি প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন মুসলিম লীগ (নওয়াজ-পিএমএল)।

 বিষয়টি পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র উড়িয়ে দিয়েছেন।

ট্রাম্পের জয়ের পর ইমরানের এক্স অ্যাকাউন্ট থেকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করা হয়েছিল। পোস্টে ট্রাম্পকে ইমরানের 'খুব ভালো বন্ধু' হিসেবে উল্লেখ করা হয়। পোস্টে লেখা ছিল 'যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় আমার ও পিটিআইর পক্ষ থেকে ট্রাম্পকে প্রাণঢালা অভিনন্দন। তার জয়ে সমস্ত প্রতিকুলতার বিরুদ্ধে মার্কিন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পাকিস্তান-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্প ভালো হবেন। আমরা আশা করি বিশ্বব্যাপী শান্তি, মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি তিনি জোরালো ভূমিকা রাখবেন।'

Comments

The Daily Star  | English

World leaders split as ICC issues arrest warrant for Netanyahu

The court also issued warrants for Israel's former defence minister as well as Hamas's military chief Mohammed Deif

28m ago