ট্রাম্পের বিরুদ্ধে ঘুষের মামলা স্থগিত
পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল নিউ ইয়র্কের আদালত। আজ মঙ্গলবার সেই মামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এদিন ট্রাম্পের বিচারকার্য নিয়ে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল বিচারক হুয়ান মার্চানের। এর আগেই রোববার ম্যানহাটনের ডিসট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয় থেকে মার্চানকে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ট্রাম্পের বিচারকার্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ট্রাম্পের পক্ষ থেকেই বিচারকার্য পেছাতে বলা হয়েছে।
পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই সম্পর্কের বিষয়ে স্টর্মির মুখ বন্ধ রাখতে ট্রাম্প আইনজীবীর মাধ্যমে তাকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন।
এই অভিযোগে নিউইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অভিযোগ উত্থাপন করা হয়। আদালতে সবগুলো অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে।
আগামী ২৬ নভেম্বর এই মামলায় সাজা হওয়ার কথা ছিল ট্রাম্পের।
Comments