ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে ‘কঠিন ক্রিকেট’ হবে, বলছেন সিমন্স

phil simmons

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের সপ্তাহ-খানেক আগে বাংলাদেশ দলের দায়িত্ব পান ফিল সিমন্স। দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার সেখান থেকেই ক্যারিবিয়ান যাত্রা। যে কন্ডিশন অবশ্য একদমই চেনা সিমন্সের। তবে তিনি জানালেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেওয়া সিমন্স ত্রিনিদাদের মানুষ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন টেস্ট ও ওয়ানডে। ক্যারিবিয়ানের সবগুলো মাঠ, কন্ডিশন সম্পর্কে তার ভালো ধারণা আছে।

আফগানিস্তান সিরিজ শেষে বাংলাদেশ দলের এখন যাত্রা যেহেতু ক্যারিবিয়ানে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়েই তাই মনোযোগ ঘুরে যাওয়া স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ এবার খেলবে তিন সংস্করণের সিরিজ। ২২ নভেম্বর অ্যান্টিগায় প্রথম টেস্ট, ৩০ নভেম্বর জ্যামাইকায় হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের আগে ১৫ নভেম্বর থেকে একটা তিন দিনের প্রস্তুতি ম্যাচও আছে। ডিসেম্বরে ওয়ানডে সিরিজ পুরোটা হবে সেন্ট কিটসে, টি-টোয়েন্টি সিরিজ হবে সেন্ট ভিনসেন্টে।

সোমবার শারজায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে নিজের ভাবনা তুলে ধরতে টেস্ট সিরিজের চ্যালেঞ্জটা আলাদা করে উল্লেখ করেন সিমন্স,  'আমার মনে হয় সেন্ট কিটসে আমরা একই রকম কন্ডিশনে ওয়ানডে খেলব। সেন্ট ভিনসেন্টে টি-টোয়েন্টি কেমন হবে আমি জানি না, ওখানে অনেকদিন যাইনি। তবে অ্যান্টিগা ও জ্যামাইকায় টেস্ট ম্যাচ ভালো উইকেটে হবে, কঠিন ক্রিকেট হবে।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র শেষ করবে বাংলাদেশ। তবে গুরুত্বপূর্ণ সিরিজে চোটের কারণে থাকতে পারছেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তাদের বদলে যারা দলে আসছেন, তাদের জন্য একটা সুযোগ দেখেন সিমন্স,   'আমার মনে হয় বেশিরভাগ ছেলেরা মুখিয়ে আছে। দুর্ভাগ্যজনকভাবে কিছু ইনজুরির সমস্যা আছে। অন্য যারা সুযোগ পেয়েছে তারা কী করতে পারে সেটা দেখানোর বিষয়।'

Comments

The Daily Star  | English

Extortion will no longer be tolerated: DMP chief

He urged rickshaw drivers to provide the names of the extortionists and promised strict action

10m ago