শ্রমিক বিক্ষোভ

৫৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, গাজীপুর, বকেয়া বেতন, শ্রমিক বিক্ষোভ, পোশাক শ্রমিক,
টানা তিন দিন শ্রমিক বিক্ষোভের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। ছবি: সংগৃৃহীত

টানা তিন দিন টিঅ্যান্ডজেডের পাঁচ কারখানা শ্রমিকের বিক্ষোভ চলার ৫৫ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'শ্রমিকদের বকেয়া বেতন এখনো পরিশোধ করা হয়নি। তবে এ বিষয়ে আলোচনা চলছে। মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শিগগির সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি।'

গাজীপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিছু কিছু জায়গায় কিছুটা যানজট আছে।'

Comments