জবি শিক্ষার্থীদের অবস্থান, সচিবালয়ের সব গেট বন্ধ

সচিবালয়ের ১ নম্বর গেটে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: বাহরাম খান/স্টার

তিন দফা দাবি ও ইউজিসির পাইলট প্রকল্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কেও যুক্ত করার দাবিতে শিক্ষা ভবনের সামনের অবস্থান থেকে সরে এবার সচিবালয় গেটে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আজ দুপুর ২টার দিকে দুইশর মতো শিক্ষার্থী সচিবালয়ের ১ নম্বর গেটে অবস্থান নেন।

এর পরপর সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দেওয়া হয়।

এই মুহূর্তে সচিবালয়ে কেউ ঢুকতে কিংবা বের হতে পারছেন না বলে জানান সেখানে অবস্থানরত দ্য ডেইলি স্টারের প্রতিবেদক বাহরাম খান।

ছবি: বাহরাম খান/স্টার

বাহরাম খান বলেন, 'শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার পর সচিবালয় এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগে থেকেই সেখানে পুলিশের দুটি সাঁজোয়া যান অবস্থান নিয়ে ছিল। আরও দুটি এপিসি আনা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যাও।'

তবে শিক্ষার্থীদের অবস্থান এখনো শান্তিপূর্ণ আছে বলেও জানান বাহরাম।

এর আগে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা গণপদযাত্রা সহকারে সচিবালয়ের অদূরে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন।

ছবি: বাহরাম খান/স্টার

সচিবালয়ের সামনে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, 'আমরা ভেবেছিলাম শিক্ষা ভবনের সামনে সংশ্লিষ্ট কেউ এসে আমাদের সঙ্গে কথা বলবেন। সেটা না হওয়ায় আমরা সচিবালয়ের সামনে এসেছি।'

শিক্ষাভবন থেকে সচিবালয়ের দিকে আসার সময় বিদ্যুৎ ভবনের সামনে পুলিশ বাধা দেয় বলেও জানান ওই শিক্ষার্থী।

শিক্ষার্থীদের দাবিগুলোর ভেতর আছে—স্বৈরাচার সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রকল্প পরিচালককে আইনের আওতায় আনা এবং সাত দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ, সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা (অগ্রাধিকার ভিত্তিতে হল) এবং অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করা।

 

Comments

The Daily Star  | English

Can Bangladesh fend off Vietnam in RMG race?

Bangladesh's limited trade diplomacy, coupled with its slower shift towards value-added production, could allow Vietnam to surpass it in global rankings

9h ago